এসি আই লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
এসি আই লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ , প্রকাশিত হয়েছে। এসিআই লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ শিল্প সংস্থা। ঔষধ শিল্প প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে ২৫টি কোম্পানি মিলে একটি বৃহৎ শিল্প-গ্রুপ গড়ে তুলেছে।সম্প্রতি প্রকাশিত এসি আই লিমিটেড চাকরি বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হল। আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের আবেদন করার জন্য আহব্বান করা হচ্ছে।
পদের নামঃসেক্রেটারি
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতোকোত্তর
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
পদের নামঃ শোরুম / ওয়্যারহাউজ অফিসার
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
পদের নামঃ মার্কেটিং অফিসার (এনিমেল হেলথ)
- শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর
- বেতনঃ আলোচোনা সাপেক্ষে
এসি আই লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
সরকারি বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন এই ওয়েবসাইটে googlesite । তাই যেকোনো ধরনের চাকরির খবর পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ।এসি আই লিমিটেডে জব সার্কুলার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে নিচের ছবিটি লক্ষ্য করুন -বিস্তারিত তথ্য দেখুন নিচের ছবিতে।
আবেদনের শেষ তারিখঃ ২ মার্চ ২০২২
অনলাইন আবেদনঃ www.aci-bd.com
এসি আই লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) লিমিটেড চেক করুন সাম্প্রতিক সব চাকরির সার্কুলার পোস্ট করা হয়েছে বিডি চাকরি এখানে
চাকরির দায়িত্বসমূহঃ
- প্রয়োজনমত পন্য ডেলিভারি সহায়তা নিশ্চিত করা
- এসডিএমএস এ পন্য সময়মত এডজাস্টমেন্ট করা
- শোরুমে / ওয়্যারহাউজে মজুদকৃত পন্য রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা
- শিপমেন্ট এর পর পন্য মজুদ করা ও সঠিক ডকুমেন্ট দিয়ে ডেলিভারি করা
- যানবাহন এর ব্যবস্থা করা ও কাস্টমার/ সাপ্লায়ার এর সাথে সঠিক যোগাযোগ নিশ্চিত করা
- সঠিক রক্ষণাবেক্ষণ এবং শোরুম/ ওয়্যারহাউজের পরিচ্ছন্নতা রক্ষা করা
- প্রয়োজনীয় কাগজপত্রের সঠিক ডকুমেন্ট নিশ্চিত করা
- শোরুম / ওয়্যারহাউজ ইনচার্জকে দৈনিক কাজে সহায়তা করা
প্রাক্তন আইসিআই () ১৯৯২ সালে এদেশে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার সময় তা বর্তমান গোষ্ঠীর কাছে বিক্রি করে যায়, আন্তর্জাতিক কোম্পানি আইসিআই এর সুনাম ও তার ঔষধগুলো ধরে রাখার জন্য বর্তমান মালিকপক্ষ এর পূর্বতন নামের সাথে মিলিয়ে এসিআই রাখে এবং কোম্পানি লোগো প্রায় একই রাখে। বর্তমানে আনিসুদ্দৌলা এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তার বড় ছেলে আরিফুদ্দৌলা আই সি আই এর দায়িত্বে আছেন